কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফুদ্দিন এ তথ্য জানিয়েছেন।নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক ও এনা পরিবহনের সুপারভাইজার। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরফুদ্দিন জানান, রাত ১টার দিকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান চৌদ্দগ্রাম জগন্নাথ দীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হন।খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্য, চৌদ্দগ্রাম থানার পুলিশ সদস্য এবং দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাস ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে পুলিশ।