কুমিল্লার হোমনার জয়পুর গ্রামে সেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা
কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে নব দিগন্তের আত্মপ্রকাশ ঘটেছে।
আজ বিকেল ৪ টায় উক্ত গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে এই সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা হয়। জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ডালিম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাছিমপুর আর.আর ইনস্টিটিউশন এর সাবেক ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক হাজী  আঃ বাতেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন কবি ও কথাসাহিত্যিক  আহমেদ উল্লাহ, ফ্রেন্ডস  ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত ও সাংবাদিক জুয়েল রানা। এছাড়াও  অতিথি হিসেবে ছিলেন মাছিমপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, ব্যবসায়ী জহিরুল ইসলাম,  জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মুকুল মিয়া, কামাল হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ।  জয়পুর নবদিগন্ত যুব সংঘের নব গঠিত কমিটি হলেন সভাপতি মোহাম্মদ  আরিফুল ইসলাম, সিনিয়র সহ -সভাপতি আশিক উল্লাহ, সহ- সভাপতি জুয়েল সিকদার, সহ -সভাপতি সজিব ভূইয়া, সহ- সভাপতি কাউসার খান, সাধারণ সম্পাদক আল আমিন, সহ -সাধারণ সম্পাদক সাইদুল, সহ- সাধারণ সম্পাদক সারোওয়ার, সহ -সাধারণ সম্পাদক সাকিল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পাপ্পু, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান সাকিব, সহকারী যুগ্ম- সাংগঠনিক সম্পাদক সোহেল আজমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সজল, অর্থবিষয়ক সম্পাদক জুয়েল আহমদ জেরি, সহ অর্থবিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মাসুম, সহ- প্রচার সম্পাদক রাকিব, ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ- ক্রিয়া সম্পাদক নাজমুল, আপ্যায়ন সম্পাদক সাগর বাদশা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাউসার এবং ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল প্রমূখ।
নবগঠিত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার প্রসারে বিনা পারিশ্রমিকে কাজ করা। সামাজিক অবক্ষয় দূর করা, মাদক নির্মূলে কাজ করা,গুণীজনদের সম্মানিত করা,পরিষ্কার -পরিচ্ছন্নতা কার্যক্রম  জোরদার করা। একে অপরের বিপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *