৯ এপ্রিল, ২০২০ বৃহস্পতিবার, কুমিল্লার বুডিচংয়ের জিয়াপুরের যে মহিলা (৬৫) ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর দুই নাতি (৭ বছর ও ৪ বছর) করোনায় আক্রান্ত হয়েছেন। গত রবিবার ঢাকায় মহিলা মারা যাওয়ার পর তাঁর ছেলে ও পরিবারের ৭ সদস্য কুমিল্লার বুড়িচংএর জিয়াপুরে চলে আসেন। সেদিনই প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ তাদের বাড়িটি লকডাউন করে ফেলে। ঐ বাড়ির ৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার ফোনে তাদের দুই শিশুর করোনা পজিটিভ ফল আসে। বাড়িটির কাজের মহিলা ও আরেকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ ঐ বাড়িতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য দেয়া হয়েছে। যে দুই শিশু আক্রান্ত হয়েছেন তারা ঢাকা থেকে করোনা বহন করেছেন। স্থানীয়ভাবে নয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।