
গোপালগঞ্জের কাশিয়ানীতে শিমক্ষেতে ডেকে নিয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী একই গ্রামের রাজু মোল্যার মেয়ে ও ব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাবুদ্দিন চৌধুরী (২৫) পলাতক রয়েছে। সে ওই গ্রামের আনোয়ার চৌধুরীর ছেলে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা রাজু মোল্যা জানান, মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী বাড়িতে একা ছিল। এ সুযোগে প্রতিবেশি সাহাবুদ্দিন চৌধুরী বাড়ির পাশে শিম ক্ষেতে ডেকে নিয়ে যায়। সেখানে ওই যুবক
শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
এ বিষয়য়ে স্থানীয় সাংবাদিকরা জানতে পেরে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমানকে অবগত করেন। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং
অভিযুক্ত সাহাবুদ্দিনকে গ্রেফতারের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহাবুদ্দিন পালিয়ে যায়। বুধবার রাতে শিক্ষার্থীকে কাশিয়ানী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার শিশুটির মেডিকেল সম্পন্ন করা
হয়েছে। অভিযুক্ত সাহাবুদ্দিন চৌধুরীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।