লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা ||
২৩ মার্চ ২০২০ সোমবার, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।আর এই করোনা ভাইরাস থেকে বাঁচতে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে মোঃ শরীফুল ইসলামের তত্ত্বাবধানে থানা কম্পনে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে মডেল থানা পুলিশ।
এতে থানায় সেবা নিতে আশা জনসাধারণ করোনা ভাইরাস থেকে বাঁচতে সাবান ও হ্যান্ড ওয়াস দিয়ে হাত পরিস্কার ও ধৌত করানোর জন্য থানা কম্পনে সু ব্যবস্হাও করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,
করোনা ভাইরাস প্রতিনিয়তই বেড়ে চলেছে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা। এই ভাইরাস প্রতিরোধ করতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আর তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। আপনার পরিবার ও প্রতিবেশীদের সুরক্ষা রাখতে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আসুন নিজে সুস্থ থাকি অন্যকেও সুস্থ রাখি।
এসময় উপস্থিত ছিলেন, ডিউটি অফিসার সাব- ইন্সপেক্টর ইমদাদুল হক, এএসআই মোঃ শরীফুল ইসলাম, এএসআই আমির হোসেন, রেজাউল করিমসহ আরো অনেক।