করোনা দুর্যোগও মনবতার ফেরিওয়ালা ইউএনও ইয়ামিন হোসেন।

বিভাগ ও জেলার খবর দিনাজপুর
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়ামিন হোসেন নভেম্বর করোনাভাইরাস প্রাদুর্ভাবে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার গ্রামাঞ্চলে কর্মহীন, ঘরবন্দী, অসহায় হতদারিদ্র ও দুর্দান্ত মানুষের সংবাদ পাওয়া মাত্রই ফেরিওয়ালার মতো বাড়ি বাড়ি গিয়ে অসহায় হত দরিদ্রদের হাত তুলে দিচ্ছেন খাদ্যসামগ্রী ও ত্রাণসামগ্রী। তিনি নিজে জীবন বিপন্ন করে রোদ,বৃষ্টির মধ্যে ছুটে চলছেন গ্রামের পর গ্রামে অসহায় হতদারিদ্রদের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে। মহামারী করোনাভাইরাস সহ ব্যাপক কার্যক্রম অব্যাহত রেখেছেন। এই উপজেলায় যোগদান করার পর থেকে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করেছেন ইউএনও মোঃ ইয়ামিন হোসেন। করোনাভাইরাস প্রাদুর্ভাবে যখন সারা বিশ্বে হানা দিয়েছে ঠিক তখনই তিনি জনসাধারণের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও পৌরসভা এবং উপজেলার গ্রামাঞ্চলে মাইকিংকের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। বীরগঞ্জবাসীকে সচেতন করতে তিনি সবধরণের কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি  সরকারি আদেশ মানার জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের অনুরোধ করে। আইন অমান্য করলে কিছু প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল -জরিমানা আদায় অব্যাহত রেখেছেন তিনি। অসহায় সুবিধা বঞ্চিত মানুষসহ সর্বস্তরের পাশে থেকে এই উপজেলার চিত্র পাল্টিয়ে ফেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *