মাসুম চৌধুরী
(রচনাকালঃ ১৯ মে ২০০৯ খ্রিষ্টাব্দ)
তুমি যেন এমন না হও
যাকে দেখে আমি সোনালী ভোরের কমলতা
ভুলে তার দাবদাহে জ্বলি!
তুমি যেন এমন না হও
যার রূপ দেখে আমি পূর্ণিমার সৌন্দর্য ভুলে
রাতের নিরঙ্কুশ কালোকে দেখি!
তুমি যেন এমন না হও
যার জন্য বসন্তের আবেশকে মারিয়ে
শীতের তীব্রতায় কাঁপি!
তুমি যেন এমনও না হও
যাকে দেখার আশায় আমি অম্বর পানে চেয়ে
ধ্রুবজ্যোতির বিপরীতে শুধু অন্ধকার দেখি!
তুমি যেন এমন না হও
যার জন্য আমি প্রান্তর পর প্রান্তর চলে
দেখি শুধু রুক্ষতার সমাদ্রি!
তুমি যেন এমনও না হও
যার জন্য আমি আমার অসীম চাওয়ার আদলে
দেখি নিঃস্বতার ছড়াছড়ি!
তুমি যেন এমন না হও
যাকে ভেবে আমি প্রমোদিত হওয়ার বদলে
বিষাদে মুখ বাঁকিয়ে থাকি!
তুমি যেন এমনও না হও
যাকে আমি ভুলে গিয়ে নতুন স্বপ্নে
বাঁচার সাধ করি!
তুমি যেন এমন না হও
যাকে দেখে আমি ভালোবাসার কথা
ভুলে মনে অনুশোচনার ঝড় তুলি।