মেহেরাব হাসান বিদেশের লেখা এই গানটিতে কন্ঠ ও সুর দিয়েছেন আজিম রহমান। কবি রুদ্র মাহমুদ ও শেখ
বাণী এই মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছেন।
এই মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সিনেম্যান বিডি প্রোডাকশনের কর্ণধর হিমেল বিশ্বাস
হিমু। এস এম সাব্বিরের প্রযোজনায় নির্মিত স্নান গানের ভিডিও ধারণ করেছেন দিগন্ত বৈদ্য। জানা গেছে,
মিউজিক্যাল ফিল্মটি খুব শীঘ্রই ‘কাদামাটি টিভি’ নামের ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি প্রকাশিত হবে। এ
ব্যাপারে কন্ঠ শিল্পী আজিম রহমান বলেন, আমার স্নান গানটি মানুষের হৃদয় জয় করবে। সকলকে গানটি
শোনার অনুরোধ জানাচ্ছি। শীঘ্রই মুক্তি পাবে স্নান।
এ প্রসঙ্গে মডেল রুদ্র মাহমুদ বলেন, স্নানের চিত্র ধারণ হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলায় বিভিন্ন
মনোরম পরিবেশে। গানটির অডিও শুনেই আমি মডেল হতে রাজি হয়েছিলাম।
অভিনেত্রী শেখ বাণী বলেন, কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। গল্পে বেশ নতুনত্ব আছে। আমার প্রথম
অফিসিয়ালি বড় এই কাজ দিয়ে শ্রোতাদের মন জয় করতে পারবো।
এ প্রসঙ্গে নির্মাতা হিমেল বিশ্বাস হিমু বলেন, আমি চেষ্টা করেছি, ভালো কাজ করার। একটু ভিন্ন ধরনের গল্প
বলতে চেয়েছি। আশা করি সবার ভালো লাগবে। বিশেষ ধন্যবাদ দিতে চাই স্নানের মূল চরিত্রের দুজন মডেল ও
প্রযোজকসহ সিনেম্যান বিডি প্রোডাকশন, কল্প তরু ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সকল কলাকুশলিদের। সবার
সহযোগিতায় কোভিড-১৯ সংক্রমণ উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে ইতিমধ্যে শুটিং শেষ করেছি। আসন্ন ঈদ
উৎসবে মিউজিক্যাল ফিল্ম ‘স্নান’ প্রকাশ করার চেষ্টা করবো।
প্রযোজক এস এম সাব্বির বলেন, বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী আজিম রহমানের গাওয়া এই স্নান গানটি
মিউজিক্যাল ফিল্মে রূপান্তরিত করেছেন চিত্রনাট্য পরিচালক হিমেল বিশ্বাস হিমু। গানটির মিউজিক ভিডিও
দর্শকদের চাহিদা অনুযায়ী নির্মিত। ‘কাদামাটি টিভি’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে স্নান