করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী ইয়াহ্ইয়া’র সৌজন্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গত রোববার (১২ এপ্রিল) বিকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে স্থানীয় সমাজকর্মী ও গ্রামবাসীর মধ্যে এসব সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী ইয়াহইয়ার পক্ষ থেকে এসব মাস্ক বিতরণ করেন তার ব্যক্তিগত সহকারী ও স্থানীয় খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু বকর। এসময় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা সিকন্দর আলী, সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।