এবার মুন্সিগঞ্জে ‘দরিদ্র কাশেম চাচার’ ধান কাটলেন শোভন-রাব্বানী

বাংলাদেশ

রবিউল ইসলাম (রবি), – রাজধানীর অদূরে সাভারের আমিনবাজার এলাকার কৃষক শুক্কুর আলীর ক্ষেতে ধান কাটার পর এবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক দরিদ্র কৃষকের ধান কেটেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর জিএস গোলাম রাব্বানী।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে কয়েকটি ছবিসহ এ তথ্য জানিয়েছেন গোলাম রাব্বানী।

এদিন তার সঙ্গী ছিলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা।

ফেসবুকে রাব্বানী লেখেন, দরিদ্র ধান চাষী আবুল কাশেম চাচার ডাকে সাড়া দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে…., কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।

এবার ধানের ন্যায্য দাম না পাওয়ায় আর শ্রমিকের মূল্য বেশি হওয়ায় দেশের অনেক জায়গার কৃষক ধান কাটছেন না। কিছু জায়গায় ধানে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা কৃষকের ধান কেটে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় মৌসুমের প্রায় শেষ দিকে এসে কৃষকের ক্ষেতের ধান কেটে দেয়ার ঘোষণা দেয় শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ।

গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের কৃষকের ধান কেটে দেওয়ার আহ্বান জানান হয়।

এদিকে কৃষকের পাশে দাঁড়ানোর ঘোষণার পরদিনই ধান কাটার এ কর্মসূচিতে অংশ নেন খোদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার সাভারের আমিনবাজার এলাকায় শুক্কুর আলী নামের এক কৃষকের ক্ষেতে গোলাম রাব্বানীর নেতৃত্বে ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে সেই ধানকাটার দৃশ্য গোলাম রাব্বানী নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। মুহুর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ধবধবে সাদা লুঙ্গি, হাতাকাটা গেঞ্জি ও কোমরে লাল গামছা পড়া অচেনা রূপে এ ছাত্রনেতাকে দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন।সূত্রে:সময়ের কণ্ঠস্বর’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *