দেশের উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী তৈরিতে বৃক্ষ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
সকালে অনুষ্ঠানস্থল থেকে ডিজিটাল পদ্ধতিতে দেশের ১৪ জেলায় ১০০টি আশ্রয়কেন্দ্র এবং দেশের ৬৪টি জেলায় ১১ হাজার ৬০৪টি দুর্যোগ সহনীয় বাড়ির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্য দেন তিনি।
বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যথাযথ ব্যবস্থা নেয়ায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে বাংলাদেশ।