ঈদে সরকারি চাকরিজীবীদের ঢাকায় থাকবেন, অনেকের ছুটি বাতিল

বাংলাদেশ
fb tw 
সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় এবার ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে বিভাগের সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। এছাড়া ডেঙ্গু চিকিৎসার সংকট কাটাতে প্রশিক্ষণরত চিকিৎসকদের ট্রেনিং বন্ধ কোরে কর্মস্থলে যোগ দেয়ারও নির্দেশনা দেয়া হয়।
শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমাদের সরকারি যত অফিস-আদালত আছে সেখানকার সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে যেন তাদের কর্মস্থল ও আবাসন পরিষ্কার রাখতে।’
তিনি জানান, স্বাস্থ্যবিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া যেসব চিকিৎসক প্রশিক্ষণে আছে তাদের প্রশিক্ষণ বাতিল করা হয়েছে। তাদের ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.