আসছে ঈদুল আজহাকে কেন্দ্র করে মুক্তির মিছিলে যুক্ত হলো আরও এক ছবি। রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটি এই ঈদেই মুক্তির পেতে যাচ্ছে বলে জানা গেছে।
এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্রকে। তার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমি হামিদকে। ছবিটি মুক্তির ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় শিপনের সঙ্গে। তিনি বলেন, ‘কয়েকদিন পরই ছবিটি সেন্সরে পাঠানো হবে। সেন্সর ছাড়পত্র পেলে ঈদেই হলগুলো মুক্তি দেওয়া হবে, এটা নিশ্চিত।’
গল্প সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘গল্পটা একটু ভিন্ন ট্রাকের। বাণিজ্যিক ধারার ছবির মতো না। বাস্তব ঘটনা অবলম্বনে এই ছবি নির্মিত হয়েছে। আশা করি সিনেমাটি ব্যাপক সাড়া ফেলবে।’
আসছে ঈদুল আজহায় ভালোবাসার রাজকন্যা ছাড়াও তিনটি সিনেমা মুক্তির কথা জানা গেছে।