মোঃ আলাউদ্দিন: প্রতিবছরের ন্যায় লুটেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান এর পুত্র আশিক রহমান রিফাত এর উদ্যােগে,লুটেরচর ইউনিয়নের ১৬শ পরিবারের মাঝে ইফতার সামগ্রিক ও ঈদ উপহার দেয়া হয়। শনিবার সকাল থেকে মোহাম্মদ পুর গ্রামে ঈদ উপহার শুরু করেন। পরে লুটেরচরে গ্রামে সরকার বাড়িতে উপস্থিত হয়ে ১৬শ পরিবারের মাঝে ইফতার সামগ্রিক ও ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লুটেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, তার সহধর্মিণী ফারহানা পারভীন, আশিক রহমান রিফাত, তার সহধর্মিণী সাথী রহমান ,মেঘনা উপজেলা ভাইস-চেয়ারম্যান মিলন সরকার,লুটেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক হাউদ জাহিদুল ইসলাম গাফ্ফার মেম্বার ,হৃদয়নুল কবির জুয়েল,সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিল্লুর রহমান বলেন আমি সব সময় সাধারণ জনগণ এর পাশে আছি থাকবো ইনশাআল্লাহ, তার পুত্র আশিক রহমান রিফাত বলেন, বরাবরের মতোই আমরা চেষ্টা করছি আপনাদের উপহার দিয়ে পাশে থাকতে ,আমি আপনাদের সেবায় নিজেও আমার পরিবার নিয়োজিত থাকতে চাই।আমার মতো একজন ইংয়া বয় এর দান বা উপহার বিতরণ দেখে অনুপ্রেরণা পেয়ে সমাজের সবাই যেনো এমন মহত কাজ করতে আগ্রহী হয়।