করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের কর্মহীন শ্রমজীবী ও দুস্থ ২শ ১০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক’র প্রতিষ্ঠিত আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের অর্থায়নে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সকালে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ। মোরাববাজারস্থ নেহার কমিউনিটি সেণ্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি আফম শামীম।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুল জলিল বেলাল, মুজিবুর রহমান, বাবরু মিয়া, তারা মিয়া, রফিক আহমদ, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, অর্থ সম্পাদক এসএম হেলাল, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের শিক্ষক রুহুল আমিন, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির শিক্ষক ইব্রাহিম ফরহাদ প্রমুখ।