আবারও ক্ষমতায় আসছেন মমতা

বিশ্ব সংবাদ

পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের গণমাধ্যম এমনটাই জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়।

 

প্রাথমিক ফলাফল অনুযায়ী বরাবরের মতো পশ্চিমবঙ্গের মসনদ তৃণমূল কংগ্রেসের কাছেই থাকবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ই হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মূখমন্ত্রী।

শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের মধ্যে ৩১টির ফল পাওয়া গেছে। এতে তৃণমূল পেয়েছে ১৮টি, বিজেপি ১২টি এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন।

এদিকে লোকসভা নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে ৪৯৪টি আসনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল ব্যবধানে এগিয়ে আছে।

প্রাথমিক ফলাফলের ওপর নির্ভর করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও ক্ষমতায় দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ঘোষিত ৪৯৪টি আসনের প্রাথমিক ফলাফলে এনডিএ জোট ২৮৩টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেয়েছে ১০৮টি এবং অন্যান্য বিরোধী দল পেয়েছে ৯৩ আসন। ৫৪টি আসনের ফলাফল এখনও প্রকাশের বাকি।

কেন্দ্রীয় ক্ষমতা নিজের হাতে থাকলেও বরাবরের মতো পশ্চিমবঙ্গ হাতছাড়াই থেকে যাচ্ছে মোদির। দেশের রাজত্ব নিয়ে সন্তুষ্ট থেকেই পশ্চিমবঙ্গের দুঃখ ভুলতে হবে তাকে।bangla.24livenewspaper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.