ঢাকার রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আবরারের মৃত্যুতে দায়ের করা মামলার শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার (০৯ মার্চ) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিমের ১৮ নং কোর্টে শুনানি হয়।
শুনানির সময় মামলার ১০ জন আসামির মধ্যে প্রথম আলোর পক্ষে সম্পাদক মতিউর রহমান, জসিম উদ্দিন তপু, মোশাররফ হোসেন, সুজন, কামরুল হাওলাদার উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জানুয়ারি এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পরে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া চার সপ্তাহের আগাম জামিন শেষে জামিনের আবেদন করেন মতিউর রহমান। পরে শুনানি শেষে ২ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন ঢাকার ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম।
গত বছর ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘কিশোর আলো’ আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার। এ ঘটনায় মামলা করেন শিক্ষার্থীর বাবা। এ মামলায় প্রথম আলো সম্পাদকসহ ১০ জনকে আসামি করা হয়।