১৬ দিনের চিকিৎসা শেষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাসায় ফিরেছেন ‘হাতপাখার বাতাসে’খ্যাত সংগীতশিল্পী আকবর আলী গাজী। বর্তমানে এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
হাসপাতাল থেকে মিরপুরের ১৩ নম্বরের বাসায় ফিরে আজ বিকেলে আকবর এনটিভি অনলাইনকে বলেন, ‘কিডনি, হার্টসহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মাঝে এমন সময় গেছে যে উঠে দাঁড়াতে পারতাম না। আজ আগের চেয়ে অবস্থা ভালো। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে চেন্নাই যাচ্ছি। সেখানকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসা করাব। কাল ভিসার জন্য লাইনে দাঁড়াব।’
যশোরের রিকশাচালক আকবর আলোচনায় আসেন বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গান গেয়ে। আকবরের গাওয়া জনপ্রিয় গান ‘তোমার হাতপাখার বাতাসে’।