আইন সচিব হলেন গোলাম সরোয়ার

বিনোদন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হলেন মো. গোলাম সরোয়ার। বুধবার (০৭ আগস্ট) এই নিয়োগের আদেশ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় গোলাম সরোয়ারকে সচিবের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত তিনিই জ্যেষ্ঠ কর্মকর্তা।

গোলাম সারোয়ার দশম বিসিএস-এ জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশন সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।

এরপর ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান তিনি।  তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গোলাম সরোয়ার ২০১৫ সালের ডিসেম্বর থেকে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *