আইইবি ও এবিইও’র যৌথ উদ্যোগে ২শত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান।

দাউদকান্দি উপজেলা

 

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) ও কানাডা প্রজেক্টের যৌথ উদ্যোগে করোনাকালীন ক্ষতিগ্রস্ত দাউদকান্দি, মেঘনা,গজারিয়া এ তিন উপজেলার কর্মহীন,দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য দুইশত পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন।

আজ শনিবার সকাল ১১টায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়ায় অবস্থিত ইঞ্জিনিয়ার স্টাফ কলেজ বাংলাদেশ মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে এ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ(আইইবি)এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ(আইইবি)’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ।
ইঞ্জিনিয়ার স্টাফ কলেজের চীফ সুপারেন্টেড মো.সুমন সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, আইইবি’র সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী,সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক হাসান প্রমূখ।

অনুষ্ঠানে দাউদকান্দি, মেঘনা,গজারিয়া এ তিন উপজেলার ২শত পরিবারের মাঝে জন প্রতি ১ হাজার টাকা করে নগদ ২লাখ টাকা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.