আবারো অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান থেকে সবার উপরে উঠে আসেন সাকিব। টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টেস্ট ক্রিকেটে তার রেটিং ৪৩৯। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। টেস্টে তার রেটিং ৩৯৯। ১২ রেটিং কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের জাদেজা। ৩৫৭ রেটিং নিয়ে চতুর্থ স্থানে ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকস। ৫ম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফিল্যান্ডার।
টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের রেটিং ৩৩৮ এবং শীর্ষে থাকা ম্যাক্সওয়েলের রেটিং ৩৯০। সেরা পাঁচে সাকিবের পাশাপাশি রয়েছেন মাহমুদউল্লাহও। ২৪০ রেটিং নিয়ে চতুর্থ স্থানে তিনি।