অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গহরপুর শাখার নির্বাচনী কার্যক্রম স্থগিত

বাংলাদেশ

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ৭০৭)’র বালাগঞ্জ গহরপুর শাখা (উপ পরিষদ)’র আসন্ন নির্বাচনে সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংগঠনের সিলেট জেলা শাখার পক্ষ থেকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ৭০৭)’র বালাগঞ্জ গহরপুর শাখার (উপ পরিষদ) আহবায়ক মো. আব্দুল জলিল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

আগামী ১৬ এপ্রিল ২০২০-২০২৩ সালের জন্য সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। এ নির্বাচনের অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) সিলেট জেলা কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬এপ্রিল অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ৭০৭)’র বালাগঞ্জ গহরপুর শাখার নির্বাচন সামনে রেখে ৬টি পদে ১৮জন প্রার্থী তাদের মনোনয়ন জমা প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল কালাম, লায়েক মিয়া ও সেবুল মিয়া। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একমাত্র প্রার্থী ফুলু মিয়া। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমির আলী, মাছুম আহমদ ও ফয়ছল আহমদ। সহ সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একমাত্র প্রার্থী মিলাদ আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে মনোয়নপত্র জমা দিয়েছেন শিপন আহমদ, শাহিন আহমদ, হারুন মিয়া, রুবেল আহমদ। এছাড়া সদস্য (২টি) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেরাগ আলী, আনহার মিয়া, খায়রুল আহমদ, মাসুক মিয়া, হুসেন মিয়া এবং রুমান আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.