ঈদে আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ দেয়া হচ্ছে ৩ জুনের ট্রেনের টিকিট। পরের দিন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় এদিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
যারা ঈদে বাড়ি যাবেন তারা আগে থেকেই জানেন এই দিনের টিকিটের চাহিদা কেমন। তাইতো শুক্রবার সন্ধ্যার পর থেকেই কাউন্টারের সামনে অবস্থান নিয়েছে টিকিট প্রত্যাশীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়, সকাল হতে না হতেই কানায় কানায় পূর্ণ পুরো এলাকা। সবারই অপেক্ষা কখন বাজবে নয়টা, শুরু হবে টিকিট বিক্রির আনুষ্ঠানিকতা।
যাত্রীদের ভোগান্তি কমাতে নয়টার পরিবর্তে আরো দু’এক ঘণ্টা আগে এই আগাম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করা দাবি জানিয়েছেন তারা। এবারই প্রথম কমলাপুর ছাড়াও আরও রাজধানীতে চারটি স্থান থেকে দেয়া হচ্ছে ঈদুল ফিতরের রেলের আগাম টিকিট।