ভোলায় মসজিদের সরকারি সোলার ৫০০০ টাকায় বিক্রি করেছে মেম্বার পিকু

বরিশাল বিভাগ ভোলা
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পদ্মামনসার মোতলেব বেপারী বাড়ির জামে মসজিদের নামে সরকারি সোলার ৫০০০ টাকায় মুসা হোসেন নামে এক যুবকের কাছে বিক্রি করেছেন ওই এলাকার বর্তমান মেম্বার জনাব হেমায়েতুল ইসলাম পিকু।
এ বিষয়ে কাচিয়া  ইউনিয়নের সচিব হাসান সাহেব বলেন,ওই এলাকার মোতলেব বেপারী বাড়ির জামে মসজিদের নামে একটি সরকারি সোলার বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকা অনুসারে সোলার টি সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।সোলার তো মসজিদে লাগানোর কথা কেন মসজিদে লাগানো হয়নি।মুসার ঘরে লাগানো হয়েছে।
ঐ এলাকার যুবলীগ সভাপতি মিলন বলেন,আমি এ সোলারের ঘটনা জানার পরে মেম্বার পিকু কে ফোন করেছি।তার ছেলে রোহান ফোন দরেছে সোলারের বিষয়টি সম্পুর্ন  মসজিদের নামে অস্বীকার করেছে। পরদিন সকালে আমি যখন মসজিদ কমিটি নিয়ে কাচিয়া ইউনিয়নের সচিব হাসান সাহেবের কাছে বিষয়টি জানতে চাই তখন হাসান সাহেব আমাদেরকে তার তার তালিকা দেখে মসজিদের নাম ও বিষয়টি নিশ্চিত করেছেন।
ঐ মসজিদ কমিটির লোক,সালামতউল্লাহ ও আলমগীর বলেন,আমরা এলাকার লোক জানি অামাদের মসজিদের নামে একটি সোলারের তালিকা হয়েছে।সে সোলার ৫০০০ হাজার টাকার বিনিময়ে মুসার ঘরে গিয়াছে।
আজ শুক্রবার নামাজের শেষে সকল মুসল্লী মোতলেব বেপারী বাড়ির জামে মসজিদের মাঠে মসজিদের সোলার বিক্রির ব্যাপারে বিচারের দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *