বালাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন।

সিলেট বিভাগ সিলেট

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে বালাগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এ প্রতিপাদ্য নিয়ে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. রাশেল গাজী, উপজেলা তথ্য কর্মকর্তা আশরাফুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ কাদির, সদস্য আবুল কাসেম অফিক, তারেক আহমদ, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *