দাউদকান্দিতে ১০ টাকা কেজি দরের চাল পেলেন পৌরসভার ৩৫০ জন পরিবার।

দাউদকান্দি উপজেলা

১৬ মে ২০২০ রবিবার সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত, দাউদকান্দি পৌরসভার মেসার্স তাওফি ট্রেডার্স কর্তৃক, খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাল বিতরণ তৃতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন সার্বিক সহযোগিতায় ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইনের মাধ্যমে করোনার কারণে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া দাউদকান্দি পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্রদের তালিকা করে ১০ টাকা কেজি দরে ২০ কেজি করে পৌরসভার ৩৫০টি পরিবারকে ওএমএস এর ৭০০০ কেজি চাল বিতরণ করা হয়।

 

দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতিতে কোনও মানুষ যাতে না খেয়ে থাকে, সেজন্য সরকারের বিশেষ ওএমএস এর আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০ টাকা দরের চাল দেওয়া শুরু হয়েছে। ওএমএস এর পাশাপাশি বিভিন্ন ত্রাণ সহায়তাও অব্যাহত থাকবে। সরকারের দেওয়া সুযোগ-সুবিধা থেকে কেউ যাতে বাদ না পড়ে, সেদিকে সার্বক্ষণিক লক্ষ্য রাখা হচ্ছে।’

চাল বিতরণে উপস্থিত ছিলেন,দাউদকান্দি খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক সমির চন্দ্র দেবনাথ, মেসার্স তাওফি ট্রেডার্স এর মালিক

কাউছার হোসেন বাবুসহ আরো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *