১২ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান এই শ্লোগানে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।