ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে এক মায়ের আকুতি।

সিলেট বিভাগ সিলেট

ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে আকুল আবেদন জানিয়েছেন বিশ্বনাথে বসবাসরত এক অসহায় মা। তার ছেলে আব্দুল কাদির বর্তমানে গলার বহিরাংশে টিউমার (ক্যান্সার) অপারেশনের পর জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রায় ২বছর যাবত ক্যান্সার আক্রান্ত আব্দুল কাদিরের চিকিৎসকরা জানিয়েছেন, তার পূর্ণ চিকিৎসার জন্য অন্তত দেড় লাখ টাকা প্রয়োজন। কিন্ত আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলের চিকিৎসা এবং তার সুস্থতার ব্যাপারে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। এ প্রতিবেদকের সাথে আলাপকালে আব্দুল কাদিরের মা বুধন মালা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পরিবারের খানি-কাপড়ের ব্যবস্থাই করা যাচ্ছে না আর ছেলের ক্যান্সারের চিকিৎসা করানো আমাদের পক্ষে অসাধ্য’। তিনি তার ছেলের চিকিৎসার ব্যাপারে দেশে-বিদেশে বসবাসরত সকল বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। সরেজমিন পরিদর্শনকালে জানা গেছে, ২০বছর বয়সী যুবক আব্দুল কাদির প্রায় ২বছর যাবত ক্যান্সার আক্রান্ত। তার গলার বহিরাংশে প্রথমে ছোট টিউমার দেখা দেয়। এরপর স্থানীয়ভাবে হোমিও চিকিৎসা এবং পরবর্তীতে এ্যালোপ্যাথী চিকিৎসা শুরু করা হয়। দিনদিন বেড়ে টিউমার অনেক বড় হয়ে যায়। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর আব্দুল কাদিরের গলায় অপারেশন করা হয়েছে। বর্তমানে সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। জানা গেছে, অস্বচ্ছল দরিদ্র পরিবারের সন্তান আব্দুল কাদির বাবা-মার সাথে দীর্ঘদিন যাবত বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের মৃত হাজী সোনাফর আলীর বাড়িতে বিনাভাড়ায় বসবাস করছে। তাদের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারার পান্ডারগাঁও ইউনিয়নের নতুননগর গ্রামে। ক্যান্সার আক্রান্ত আব্দুল কাদিরের বাবার নাম খুয়াজ আলী। খুয়াজ আলী নিজেও একজন বয়স্ক উপার্জনহীন, অসুস্থ মানুষ। আব্দুল কাদির ৪ভাই ও ১বোনের মধ্যে ৩য়। ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে আব্দুল কাদির দিনমজুর হিসেবে কাজ করত। তার আরেক ভাই প্রতিবন্ধী। বর্তমানে মূলত: সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে আছেন আব্দুল কাদিরের বড়ভাই মো. শাহাদ আলী। মো. শাহাদ আলীর সংসারে স্ত্রীসহ তার ৫সন্তান রয়েছে। মা-বাবা, ভাই-বোনসহ বিশাল পরিবারের ভরণপোষণ চালিয়ে নিতে মারাত্মক হিমশিম খেতে হচ্ছে মো. শাহাদ আলীকে। আব্দুল কাদির ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ায় সংসারের আর্থিক অবস্থা দিনদিন নাজুক হয়ে পড়ছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। সহায়-সম্বলহীন অবস্থায় ব্যয়বহুল এ চিকিৎসা চালিয়ে যেতে সমাজের হৃদয়বান, বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন আব্দুল কাদিরের বড় ভাই মো. শাহাদ আলী এবং মা বুধন মালা। এ ব্যাপারে যে কোন প্রয়োজনে ০১৭৪২ ৬৬০৪৯৫ (আব্দুল কাদির) এবং বিকাশ নম্বর ০১৭৭৫ ৯৫৩৮৩১ (মো. শাহাদ আলী) এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *