অসহায় বাচ্চানী মাসিকে ঘর উপহার দিলেন “অপ্রতিরোধ্য কুড়িগ্রাম”।
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজারের ব্রহ্মপুত্র নদীর ডানের গড়ে ওঠা মাঝিপাড়া গ্রামে বাস করেন বাচ্চানী। বাচ্চানীর বাড়ি ছিলো বাসন্তীর গ্রামে, ব্রহ্মপুত্রের কবলে পড়ে হারান ভিটে মাটি টাও। স্বামীর মৃত্যুর পর বাচ্চানীর জীবন চলে দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে। বাচ্চানীর জীবন চলে অন্যের বাড়িতে কাজ করে, আবার কখনো কখনো চাতালে কাজ করে […]
বিস্তারিত