মানিকাচর ইউনিয়ন ভোটার হাল নাগাদ ।

বাংলাদেশ মেঘনা উপজেলা

মানিকাচর ইউনিয়ন ভোটার হাল নাগাদে ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ দৈনিক আজকের মেঘনা কে দেওয়া সাক্ষাত্কার আপনাদের সাথে শেয়ার করা হল বিস্তারিত ভিডিওতে, দেখার অনুরোধ রইলো ।

তুন ভোটার হতে চাইলে যেসব কাগজ সংযুক্ত করতে হবে।
ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক, সচরাচর কোন এলাকায় বসবাস করেন কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি এবং আপনার বয়স যদি ২০১৫ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে ১৮ বছর হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে আপনার এলাকার সিডিউল মোতাবেক ফরম-২ পূরণ করে ভোটার হোন । ভোটার হওয়ার সময় আপনার কিছু সংযুক্ত কাগজপত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-

• এস.এস.সি সনদ -(বয়স প্রমানের সনদ)
• জন্ম নিবন্ধন -(বয়স প্রমানের সনদ)
• পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমানের সনদ)
• ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমান)
• নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
• বাবা, মা, স্বামী/স্ত্রীর আই.ডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নিউজটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.