ঝালকাঠিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর 

ঝালকাঠি

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পর্যন্ত ৬০২ টি ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারা দেশে ১৮,৫৬৬ টি ঘর উপকারভোগীদের হাতে জমি সহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে কাঁঠালিয়া উপজেলায় ৫ম পর্যায় ২য় ধাপের ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে গণভবন থেকে প্রচারিত দোয়া মোনাজাতে অংশ নেন কাঁঠালিয়া সমাবেশের অংশগ্রহণকারীরা। কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের সভাপত্বিতে এ ঘর হস্তন্তরের সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার। এছাড়াও ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা। এদিকে রাজাপুর উপজেলায় ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে বেলা ১১টায় (অঃদাঃ) নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব এর সভাপত্বিতে এ ঘর হস্তন্তর অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালালসহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.