মেঘনায় ভূমিসেবা সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা জাতীয় মেঘনা উপজেলা

মোঃ আলাউদ্দিন:

কুমিল্লার মেঘনা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ- ২০২৪  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুন, ২৪) সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ।

সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন ও মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আবদুল মালেক। অন্যদের মধ্যে ছিলেন- মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, সমাজসেবা কর্মকর্তা সমীর কুমার সাহা, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইন্জিনিয়ার অহিদুল ইসলাম শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন,  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকার্তাসহ বিভিন্ন গ্রাম থেকে আগত ভূমিসেবা প্রার্থী গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মো. তাজুল ইসলাম তাজসহ বক্তারা বলেন, সরকারি খাসজমি রক্ষণাবেক্ষণে সাংবাদিকসহ সমাজের সকলের ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন- আমাদের উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়টি স্বচ্ছ ভূমিসেবায় কাজ করে যাচ্ছে। আব্দুল মালেক বলেন- সরকারি খাস জমি, খাল রক্ষণাবেক্ষণ  ও ভূমিসেবার উপর গুরুত্ব আরোপ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.