Site icon দৈনিক আজকের মেঘনা

অনলাইন শপিং এ যেন এক প্রতারণার কারখানা।

বাংলাদেশে এখন অনলাইন শপিং এর নামে প্রতারণার ফাঁদ পেতে আছে বসে আছে কিছু অসাধু প্রতারক ধান্দাবাজ, মোবাইল খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন পণ্যের বিভিন্ন অফার দিয়ে লোভনীয় ফেসবুক পোস্ট, অনেকেই লোভনীয় অফার গুলো লুফে নিচ্ছেন সহজেই, পণ্য ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওরা স্যার স্যার বলে সম্বোধন করে মানুষের মন জয় করে, পণ্যের অর্ডার নেয় তারপর থেকে শুরু হয় ওদের প্রতারণা ২ হাজার টাকা মূল্যের পণ্যের টাকা নিয়ে ডেলিভারি করে ৫০০ টাকার পণ্য, যে নাম্বারগুলোতে আপনি অভিযোগ করবেন সেই নাম্বারগুলো ব্লক করে দেয়, যে ফেসবুক থেকে আপনি অর্ডার দিয়েছেন সেই ফেসবুকে ব্লক করে দেয়, এটাই হলো তাদের অরিজিনাল ধান্দা, এই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন সিলেট দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের কবি সুমন খান, উনার সাথে কথা বললে জানান আমি পনেরশো টাকা দামের একটি শাড়ি অর্ডার করি কিন্তু আমাকে এমন একটা নিম্নমানের শাড়ি ওরা পাঠিয়েছে যার মূল্য ৪০০ থেকে ৫০০ টাকা হবে, আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সর্ব শ্রেণীর মানুষের কাছে জানাচ্ছি যেন এই প্রতারণার ফাঁদে কেউ যেন পা না দেন।

FacebookTwitterEmailShare
Exit mobile version