Site icon দৈনিক আজকের মেঘনা

সাপাহার হাটে গরু ছাগলের  ক্রেতা-বিক্রেতাদের  থেকে অতিরিক্ত খাজনা আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

নওগাঁর সাপাহারে গরু ছাগলের অতিরিক্ত খাজনা আদায় করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ইজারাদারের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সদরের তাজপুরে সাপ্তাহিক গরু -ছাগলের হাটে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে ভোক্তা সাধারণের এমন অভিযোগের প্রেক্ষাপটে শনিবার বিকেল সাড়ে ৩ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন এর নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইজারাদারের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সরকার নির্ধারিত মূল্য গরু প্রতি ৪০০টাকা ছাগোল প্রতি ১৫০ টাকা খাজনা আদায় করা, হাট চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ হাটে মাস্ক ব্যবহারের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে ইজারাদারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সোহরাব হোসেন। তিনি এসময় সেখানে উপস্থিত ক্রেতাসাধারণকেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করেন।
FacebookTwitterEmailShare
Exit mobile version