Site icon দৈনিক আজকের মেঘনা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চললে কেবলমাত্র করোনা ভাইরাস নিয়ন্ত্রন হবে -এমপি গোপাল ।

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অদৃশ্য শত্রু মোকাবেলায় আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে সচেতনতা। এই অদৃশ্য শত্রু আজকে সমগ্র বিশ্বে যে তান্ডব সৃষ্টি করেছে। আমরা এটাকে রুখতে করতে পারি কেবলমাত্র আমাদের সচেতনতা দিয়ে। করোনার এই ক্লান্তিলগ্নে প্রধানমন্ত্রী তার দেশের প্রত্যেকটি মানুষ যেন কষ্ট না পায়, সে কারণে সর্বাত্তক উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বা ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সে নির্দেশনাকে যথাযথভাবে আমরা পালন করলে এটাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবো।

 

১৯ মে ২০২০ মঙ্গলবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ এর উদ্যোগে ৩শ কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুল ইসলাম, কাহারোল থানার ওসি মনোঞ্জ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে এম ফারুক, জেলা পরিষদের সদস্য মিরা মাহাবুব।

 

এর আগে কাহারোল উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২০ উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

FacebookTwitterEmailShare
Exit mobile version