Site icon দৈনিক আজকের মেঘনা

সাপাহারে সাংবাদিকবৃন্দের উদ্যোগে মানবতার সবজি বাজার।

নওগাঁর সাপাহারে সাংবাদিকবৃন্দের উদ্যোগে কৃষকদের ন্যায্য মুল্য দিয়ে সব্জি ক্রয় এবং করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ইচ্ছুক পরিবারের মাঝে বিনা মূল্যে সব্জি প্রদানের লক্ষ্যে মানবতার সব্জি বাজার চালু করা হয়েছে।
বুধবার দুপুর ২ টা থেকে শুরু করে উপজেলা সদরের আমডাঙ্গা, তুড়িপাড়া, কওমীমাদ্রাসা পাড়া, শিমুলতলী, লালমাটিয়া, দোয়ানী পাড়া, জয়পুর, মানিকুড়া,  মাছবাজার সহ বিভিন্ন গ্রামে গিয়ে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ইচ্ছুক প্রায় এক হাজার পরিবারের মাঝে সিম, পোটল, লাউ, মিষ্টি লাউ, করলা, কাঁচা মরিচ, লাল শাক, পুঁই শাক ও পাটের শাক সহ বিভিন্ন শাক সব্জি পৌঁছে দেয়া হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সৃষ্টি একাডেমির প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা ম্যাডাম সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
FacebookTwitterEmailShare
Exit mobile version