Site icon দৈনিক আজকের মেঘনা

রামগঞ্জে করোনা লকডাউন পরিবারে খাদ্যসামগ্রী বিতরন।

রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে করোনা ভাইরাসে লকডাউন ৪১ পরিবারে সোমবার সন্ধ্যায় হামিদ সিরামিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। করোনা সনাক্ত হওয়ায় খোরশেদ আলমের পরিবারসহ আশ পাশের পরিবারগুলোতে চাল.ডাল,তৈল,পেয়াজ,আলু সহ খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন জিন্নাহ,রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবু,লামচর ইউনিয়ন আ‘লীগের সাধারন সম্পাদক মনিরুল হক টুনা,দক্ষিন দাসপাড়া ওয়ার্ড মেম্বার শামসুল ইসলাম সহ আ‘লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা-কর্মীরা। খাদ্য সামগ্রী বিতরন কালে ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু বলেন,রসুলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাহেবের প্রতিষ্ঠান হামিদ সিরামিক ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে তাৎক্ষনিক লকডাউন পরিবারে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। লকডাউনে আওয়াতাভুক্ত পরিবারগুলোর পর্যাক্রমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। পরীক্ষা করার না হওয়ায় পর্যন্ত সবাইকে সরকারী নিষেধাঞ্চা মেনে চলা উচিৎ। প্রয়োজন ব্যতিত কেউ বসতঘর থেকে বাহির হওয়ারও আহবান জানান মোরশেদুল আমিন বাবু।

FacebookTwitterEmailShare
Exit mobile version