আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষের মূল্যায়ন হয়- মোঃ মঈন উদ্দীন চৌধুরী

দাউদকান্দি উপজেলা

লিটন সরকার বাদল,
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষের মূল্যায়ন হয়। বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ নিরাপদে আছে। আমি প্রতিবছরের মতো এবারও আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আপনাদের যেকোন সমস্যায় আমি আপনাদের পাশে আছি সব সময়।

১৬ ফেব্রুয়ারি রবিবার রাতে দাউদকান্দি উপজেলার পশ্চিম কাউয়াদি মজুমদার বাড়িতে দেশ মাতৃকার মঙ্গল কামনায় ও বিশ্ব শান্তি কল্পে ২৪ প্রহর অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীন চৌধুরী এ কথা বলেন।

তিনি আরো বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.) সুমন ভাই শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মত আপনাদের কাছে অনুরোধ এলাকার উন্নয়নের স্বার্থে আবারও ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।

অনুষ্ঠানের সভাপতি ডাক্তার প্রাণ বল্লভ মজুমদারের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন বাবু মনিন্দ্র মজুমদার, বাবু নরেশ মজুমদার, বাবু নির্মল মজুমদার, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৃণাল কান্তি মজুমদার, সাংবাদিক লিটন সরকার বাদল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রামবাসীদের মধ্যে মহোৎসবের মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.