শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
উচ্চশব্দে ডেকসেটে গান ও বাজনা বন্ধের দাবী জানিয়েছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া গ্রামের কাইয়ুম নামে এক যুবক।
তিনি অভিযোগ করে বলেন, রাত ১২ টা বাজার পর থেকে সালুয়া এলাকায় ডেকসেটে উচ্চ শব্দে গান ও বাজনা বাজানোর কারণে কান ও মাথা ব্যাথা হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আর কত সহ্য করব অতিষ্ঠ হয়ে গেছে মন। প্রতিদিনই উচ্চশব্দে ডেকসেটে বাজনা ও গান বাজানো হচ্ছে। আজ এই বাড়িতে তো কাল অন্য বাড়িতে চলছে তো চলছেই। বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে । পরীক্ষার্থীরা রাতে সঠিক ভাবে ঘুমাতে না পারলে সকালে পরীক্ষা দিবে কিভাবে ? উচ্চশব্দে ডেকসেটে বাজানা ও গান বন্ধ করা না হলে জনগণ মানুষিক যন্ত্রনা পোহাতে হবে। উচ্চশব্দে গান বাজনা বন্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্থক্ষেপ কামনা করেন তিনি।