প্রাণের ফেব্রুয়ারি
এডভোকেট মুহাম্মদ শাহ আলম
শ্রদ্ধা ভালবাসা অহংকারের
গৌরবোজ্জ্বল মাস ফেব্রুয়ারি,
মায়ের শেখানো কাব্যের জন্য
রক্তস্নাত শহিদদের স্মৃতির
মাস ফেব্রুয়ারি,
স্বাধীন সোনার বাংলার অংকুরের
মাস ফেব্রুয়ারি,
শোষণ লাঞ্ছনা বঞ্চনা বৈষম্যের
বিরুদ্বে রুখে দাঁড়ানোর প্রত্যয়ের
মাস ফেব্রুয়ারি,
শিল্প সাহিত্য সংস্কৃতির মাধুর্যতার
উত্তাল তরঙ্গের মাস ফেব্রুয়ারি,
অগ্নিঝরা রাজপথে দীপ্ত শপথে
নগ্ন পায়ে পথ চলা
দেশ মাতৃকার প্রয়োজনে
জীবন উৎসর্গ করার চেতনার
মাস ফেব্রুয়ারি,
শীত – বসন্তের লুকোচুরি খেলার
নৈসর্গিক অপরূপ মায়াময়ী প্রকৃতির
বাহারি ফুলের সৌরভময় স্নিগ্ধতার
মাস ফেব্রুয়ারি,
অান্তর্জাতিক মাতৃভাষা – বিশ্ব ভালবাসা
দিবসের মাস ফেব্রুয়ারি।
দেশপ্রেমিকদের অনুপ্রেরণার মাস
প্রাণের ফেব্রুয়ারি।
তারিখ ১০/০২/২০২০