ইসরাইল গাজা উপত্যকায় হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে রাতে বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিন ভূখন্ড থেকে অগ্নিবোমা ও বিস্ফোরক বহন করা বেলুন উড়ানোর কারণে তারা এ হামলা চালায়। খবর এএফপি’র।
বিমান হামলার পর ইসরাইলের সামরিক বাহিনী জানায়, ইসরাইলকে লক্ষ্য করে গাজা ভূখন্ড থেকে দুই দফা বিস্ফোরক বেলুন উড়িয়ে দেয়া হয়। এসব বেলুনের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গাজা থেকে উড়িয়ে দেয়া এসব বেলুন বিস্ফোরণে ইসরাইলের কোন ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। উল্লেখ্য, ফিলিস্তিনি নাগরিকরা প্রায়ই সীমান্ত বেড়ার ওপর দিয়ে বিস্ফোরক ভর্তি বেলুন উড়িয়ে দেয়।