বগুড়ার শেরপুরের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে শেরপুর থানার পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার সুকানগাড়ি ব্রিজ (ফয়েজ মার্ডার ব্রিজ) এলাকা থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো ন ১৭-১০৮০), দুটি হাসুয়া, লোহার পাইন, দুটি লোহার রড, সিঁধ কাটার যন্ত্র, বোল্ট কাটার, লাইলোনের রশি উদ্ধার করা হয়। গ্রেফতার ডাকাতরা হলেন- মো. মোশারফ হোসেন (৩৭), মো. তছলিম উদ্দিন (৪৩), মো. জহুরুল ইসলাম (২৮), মো. আলতাফ হোসেন (৪২), মো. জাহিদ হাসান (২৯) ও মো. মুঞ্জুরুল ইসলাম (৪০)।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপনে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমানসহ থানার পুলিশ এই অভিযান চালায়।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আন্তঃজেলা ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক