মাঝ আকাশে শিশুর জন্ম, বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক

মাঝ-আকাশে সন্তান জন্ম দিলেন এক নারী। সে কারণে দোহা থেকে ব্যাংককগামী কাতার এয়ারওয়েজের একটি বিমান জরুরি অবতরণ করেছে। সোমবার মধ্যরাতে ওই বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।কাতার এয়ারওয়েজের কিউআর-৮৩০ বিমানে সন্তানের জন্ম দিয়েছেন ২৩ বছর বয়সী এক থাই নারী। বিমানটি কলকাতায় অবতরণের পর তাকে ও তার সন্তানকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার মধ্যরাত তিনটার দিকে বিমানটি দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে ওই নারী সন্তান প্রসবের পর কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে এসওএস সিগন্যাল পাঠান বিমানের পাইলট।

মাঝ-আকাশে এমন ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দেন অন্যান্য যাত্রীরাও। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি নিরাপদেই জরুরি অবতরণ করেছে। চিকিৎসকসহ বিমানবন্দরের একটি টিম তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.