কুলিয়ারচর থানার উদ্যোগে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুয়েলারী ব্যবসায়ীদের সাথে পুলিশের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টার দিকে কুলিয়ারচর থানার উদ্যোগে অনুষ্ঠিত মুক্ত আলোচনা সভায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ডাকাতী রোধে করণীয় ও জুয়েলারী আইন সম্পর্কে মুক্ত আলোচনা করেন প্রধান অতিথি ভৈরব সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু।

এ সময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুলিয়ারচর বাজার স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি রঞ্জিত বনিক ও সাধারণ সম্পাদক লিটন সেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক শাহীন সুলতানা সহ উপজেলার বিভিন্ন বাজারের স্বর্ণ ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন, কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার এস আই তাজমুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.