শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ২১ জানুয়ারি ) বিকালে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন মিষ্টি ও ফুড প্রোডাক্টস দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য, লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার অপরাধে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা রহমান।
এ সময় আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারের মালিক খোকন মোদককে ২০ হাজার, শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডারের মালিক হরিদাস মোদককে ২০ হাজার, তানভী ফুড প্রোডাক্টস (বেকারি)’র মালিক মাছুম খানকে ৩০ হাজার, গ্রামীণ ফুড প্রোডাক্টস (বেকারি)’র মালিক রুবেল ভূইয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে সাথে ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশ ফোর্স ও উপজেলা ভূমি অফিস সহকারী মোঃ মিনহাজ উদ্দিন।