দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে বিশ্বাস বুক কর্ণার এন্ড সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও নাফিসা কম্পিউটার সেন্টারে এ চুরির ঘটনা ঘটে।
চোরের দল দোকানের উপরের টিন কেটে নগদ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, আধুনিক ক্যামেরা, কসমেটিক্স সামগ্রী, রিচার্জ কার্ড ও অন্যান্য মালামাল সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। দোকানের মালিক আবু নাঈম জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে আমি বাড়িতে চলে যাই। মঙ্গলবার সকালে দোকান খুলে দেখি দোকানের মাল এলোমেলো। তখন উপরে তাকিয়ে দেখি টিনের চাল কেটে দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম নাসিম বলেন, চুরির বিষয়ে দোকান মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।