কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে ৯২ হাজার টাকা জরিমানা।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে ৯২ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে আগরপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর (৬)১ ধারায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ৯২ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।

এ সময় সঙ্গে ছিলেন কুলিয়ারচর থানার এসআই এমদাদুল ইসলাম সহ পুলিশ ফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের ফেসকার মো: বিল্লাল হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.