কুলিয়ারচরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩জানুয়ারি) বিকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া ভ্রহ্মপুত্র নদেরপাড় বন্দে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয়রাসহ আশপাশ এলাকার হাজার হাজার নারী, পুরুষ ও শিশু-কিশোর গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করে।

প্রতিযোগিতায় কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের প্রায় ৩০টি ঘোড়া অংশ নেয়। ছোট, মাঝারি ও বড় এই তিন ভাগে বিভক্ত হয়ে ঘোড়াগুলো প্রতিযোগিতায় প্রতিদ্বিতা করে। এতে ছোট ঘোড়া বিভাগে মোশারফ মিয়ার ঘোড়া প্রথম, দয়াল মিয়ার ঘোড়া দ্বিতীয় ও আবুল হোসেন ড্রাইভারের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। মধ্যম ঘোড়া বিভাগে শাহাব উদ্দিন মিয়ার ঘোড়া প্রথম, দুলাল মিয়ার ঘোড়া দ্বিতীয় ও সাজিদ মিয়ার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। আর বড় ঘোড়া বিভাগে সবুজ মিয়ার ঘোড়া প্রথম, আবুল হোসেন ড্রাইভারের ঘোড়া দ্বিতীয় ও মুমিন মিয়ার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।

প্রতিযোগিতা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম।

পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাচীনকাল থেকে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য এই ঘোড়া দৌড়। এই ঐতিহ্যকে লালন করে ধারাবাহিক ভাবে পঞ্চমবারের মতো এই উৎসবের আয়োজন করায় আয়োজকসহ এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। শহরের যান্ত্রিকতা আজ আমাদের প্রত্যন্ত গ্রামগুলোকেও ধীরে ধীরে গ্রাস করছে। ফলে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যের সব অনুষঙ্গকে। জাতি হিসেবে নিজেদের পরিচয়কে অক্ষুন্ন রাখতে নিজেদের গ্রামীণ ঐতিহ্যকে লালন করতে সবার প্রতি আহ্ববান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম এমন আয়োজনে এলাকাবাসীর পাশে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে প্রতিশ্রতি দেন।

বড় ঘোড়া বিভাগে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি গরুর বাছুর, দ্বিতীয় পুরস্কার একটি খাসি ও তৃতীয় পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট। মাধ্যম বিভাগের প্রথম পুরস্কার একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও তৃতীয় পুরস্কার একটি সাধারণ মোবাইল সেট।

ছোট ঘোড়া বিভাগের প্রথম পুরস্কার একটি ১৬ ইঞ্চি এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি সেম্পনী মোবাইল সেট ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি সাধারণ মোবাইল সেট। এ ছাড়াও প্রত্যেক অংশগ্রহনকারীকে সান্ত¡না পুরস্কার হিসেবে দেওয়ার হয় একটি করে সাধারণ মোবাইল সেট।

এদিকে এই ঘোড়া দৌড়কে কেন্দ্র করে পুরো এলাকায় সাজ সাজ রব ওঠে। দুপুর থেকেই দর্শনাথীরা মাঠে এসে নিজেদের জায়গা দখল করে নেয়। হাজার হাজার লোকের সমাগমকে কেন্দ্র করে বিভিন্ন খাদ্যদ্রব্যসহ ব্যবহার্য জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। ফলে গ্রামীণ মেলায় রূপ নেয় মাঠটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.