শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব প্রতিষ্ঠিত বর্ণমালা আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুল উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব দ্বাড়িয়াকান্দি খালিখা রোড সংলগ্ন বর্ণমালা আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুল ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন সিদ্দিকী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, ফারজানা আক্তার, মৌসুমী আক্তার, বর্ণমালা আইডিয়াল কিন্ডাগার্টেন এন্ড স্কুল এর পরিচালক রাজিব কুমার দাস, অধ্যক্ষ শিপুল চন্দ্র দাস, সহকারী শিক্ষিকা মোছাঃ হালিমা আক্তার ও ডলি আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে কোমল মতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।