গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
(এমপি) ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর
রহমান।
শনিবার বেলা ১১ টায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা
নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার
মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা
চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন
মির্জা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ, যুগ্ন-
সম্পাদক এমদাদুল হক বিশ্বাস সহ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার পানি উন্নয়ন
বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।